Header Ads Widget

Responsive Advertisement

পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ডাক বিভাগের চাকরি । pmgmc.teletalk.com

   বাংলাদেশ ডাক বিভাগের চাকরি

মোট পদ সংখ্যাঃ ১৮৯ জন

(pmgmc.gov.bd)

নিয়ােগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ ডাকবিভাগে নিম্নেবর্ণিত রাজস্বখাতভূক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্তসাপেক্ষে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে:


       পরিচ্ছন্নতা কর্মী- ১২ জন

বেতন:- ৮২৫০-২০০১০/-

অষ্টম শ্রেণী বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ।


বি:দ্র: সকল পদের ক্ষেত্রে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

১। প্রার্থীর বয়সসীমী১৫/০১/২০২২খ্রি: তারিখে ১৮-৩০ বছর। তবে বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।

(২) চাকুরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

(৩) মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যােগ্যতার সকল সনদপত্রের মূলকপি এবং নির্দিষ্ট কোটায় নিয়ােগের দাবিদার প্রার্থীকে তার দাবীর সপক্ষে সরকার নির্ধারিত সনদপত্র প্রদর্শন করতে হবে এবং অনলাইনে পূরণকৃত Application Form সহ সকল সনদপত্রের এক সেট ফটোকপি (সত্যায়িত) জমা দিতে হবে। এছাড়া নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের মূলকপি প্রদর্শনপূর্বক ফটোকপি (সত্যায়িত) জমা দিতে হবে।

(৪) নিয়ােগের ক্ষেত্রে সরকারি সকল বিধি বিধান অনুসরণ করা হবে।

(৫) যে সকল পদের বিপরীতে বিজ্ঞ আদালত মামলা চলমান আছে সে সকল পদে সংরক্ষণ করা হয়েছে।

(৬) অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ

ক. পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://pmgmc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পুরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নির্ধারণঃ (i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ০৪.০৪.২০২২ সকাল ১০.০০ টা এবং জমাদানের শেষ তারিখ ও সময় ২৫.০৪.২০২২াবিকাল| ৫.০০ টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

(গ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। Online আবেদন শেষে Download কৃত Applicants কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী Applicant Copy তে দেওয়া পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মােবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ টেলিটক চার্জসহ ক্রমিক নং ১ থেকে ৯, ১৩ পদের ক্ষেত্রে ৫৬/- টাকা এবং ক্রমিক নং ১০, ১১, ১২ পদের ক্ষেত্রে টেলিটক চার্জসহ ১১২/- টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। পরীক্ষার ফি প্রদান শেষে প্রার্থীর মােবাইল ফোনে SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন। অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে vas.query@teletalk.com.bd বা staff.pmgmetro@ gmail.com ই-মেইলে যােগাযােগ করা যাবে। ডেপুটি পােস্টমাস্টার জেনারেল, সংযুক্ত মেট্রোপলিটন সার্কেল।

##চাকুরির জন্য আমাদের অনেকেরই অনেক প্রকার সমস্যার মধ্যে থাকতে হয়। আপনারা যারা সরকারি বা বেসরকারি চাকুরির সন্ধান করছেন? কিন্তু মনের মতো চাকুরি পাচ্ছেন না তারা চোখ রাখুন আমাদের পজে। আমরা চেষ্টা করবো আপনাদের সঠিক চাকুরির সন্ধান দিতে। আপনাদের পছন্দ মতো সকল প্রকার চাকুরির সন্ধান পাবেন এখানে। আমরা আপনাদের চাকুরির এপ্লিকেশন করার থেকে এমডিট কার্ড প্রাপ্তি প্রর্যন্ত সকল প্রসেস দেখিয়ে দেবো। আমাদের সাথেই থাকুন।


সকল চাকরির খবর পেতে এখানে ক্লিক করুন

সরকারি চাকরির খবর পেতে এখানে ক্লিক করুন

বেসরকারি চাকরির খবর পেতে এখানে ক্লিক করুন

পড়ালেখা সংক্রান্ত সকল আপডেট পেতে এখানে ক্লিক করুন





Post a Comment

0 Comments